শ্যামল রায়,নবদ্বীপঃ
ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় নবদ্বীপ ধাম রেলস্টেশন সহ একাধিক রেল স্টেশনে শেড তৈরির কাজ শুরু হয়েছে।
সোমবার নবদ্বীপ ধাম রেল স্টেশনে শেডের কাজের ঢালাই শুরু হয়েছে।
দুদিন আগেই আর এম মনু গোয়েল নবদ্বীপ ধাম রেল স্টেশন পরিদর্শন করে যাওয়ার পরে আরও দ্রুতগতিতে কাজ চলছে। মনু গোয়েল জানিয়ে দিয়েছেন যে রেলের পরিষেবায় জড়িত কোন কাজ নিয়ে ঢিলেমি করা চলবে না। এই সমস্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি।
আরো জানা গিয়েছে যে এই শাখায় নবদ্বীপ ধাম রেলস্টেশনসহ একাধিক রেলস্টেশনে প্রতিটি প্ল্যাটফর্ম জুড়ে শেড তৈরি হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।খুশি রেলযাত্রীরা। রেলের নিত্য যাত্রী ও হকার ব্যবসায়ী সমীর দে কানাই বাবু রতন বাবু নিমাই সাহা জানিয়েছেন যে সেটির কাজ সম্পন্ন হলে বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে সেই সাথে প্রখর রৌদ্রের হাত থেকেও রেহাই মিলবে। সামনেই বর্ষা প্রতিবছর ট্রেন ধরার জন্য সে না থাকার কারণে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হত অনেকেই তার হাত থেকে রেহাই মিলবে শেডের কাজ শেষ হলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584