নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে করোনা মহামারীর সময়ে দুঃস্থ ও কর্মহীন ৩০০ পরিবারকে চাল,ডাল,আলু ,সোয়াবিন ,সাবান,লবণ ও মাস্ক বিতরণ করা হল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও শুভজিত জানা, হবিবপুর থানার আই সি পূর্ণেন্দু মুখার্জি, মালদহ জেলা পরিষদ সদস্য,সামিউল ইসলাম এবং ক্লাব সম্পাদক হেমন্ত শর্মা সহ সমস্ত ক্লাব সদস্যরা। সরকারী নির্দেশিকা মেনে স্যনিটাইজার দিয়ে হাত ধুয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।
আরও পড়ুনঃ লকডাউন -এর মধ্যেই মানবিক মুখের পরিচয় দিল মহিষাদল থানার পুলিশ
এই বিষয়ে ক্লাব সম্পাদক হেমন্ত শর্মা জানান, এলাকার যেসব মানুষ করোনায় আক্রান্ত বা করোনার জন্য অনাহারে থাকছেন এবং যাদের কাছে খাদ্য মজুত নেই তাদের জন্য আমাদের এই উদ্যোগ। এই এলাকার এবং আশেপাশের এলাকার দুঃস্থ মানুষদের হাতে চাল,ডাল,আলু ,সোয়াবিন ,সাবান,লবণ ও মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে যদি আবার দরকার হয় আমরা আবারও এই রকম শিবির করে তাদের হাতে খাবার তুলে দেব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584