শ্যামল রায় পূর্বস্থলী
সোমবার সকালে পূর্বস্থলী থানার মেয়ের তলা গ্রামে দেবতার নামে উৎসর্গিত করা স্যার কে পিটিয়ে মারার অভিযোগ উঠল। পূর্বস্থলী থানার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তকে ধরতে জোর তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের নাম সুকচাদ ঘোষ। বাড়ি মেড়তলা চন্ডিপুর গ্রামে।
জানা গিয়েছে যে চন্ডিপুর শিব মন্দিরে বহু মানুষ তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য ষাড় উৎসর্গিত করে। এরকম একাধিক শিব মন্দিরে উৎসর্গিত করা ষাড় গ্রামে ঘুরে বেড়ায়।
গ্রামবাসীদের অভিযোগ যে এই ষাড়গুলো জমির ফসল নষ্ট করে এবং বহু বাড়ির কাঁচা বাড়িতে এসে হামলা চালায়। তাই মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে মাঝেমধ্যেই।
সোমবার সকালে সুখ চাঁদ ঘোষের বাড়িতে ষাড় ঢুকে জিনিসপত্র নষ্ট করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সুকচাদ ঘোষ। জানা গিয়েছে যে সুখ চাঁদ ঘোষ মাথা গরম হয়ে উঠায় ধারালো বল্লভ দিয়ে আঘাত করে ওই ষাড়টিকে। জানা গিয়েছে যে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার ফলে ঘটনাস্থলেই ষাড়টির মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত ষাড়টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গিয়েছে যে এরকম পশুদের ময়নাতদন্ত করবার জন্য কোন রকম হাসপাতাল না থাকার কারণেই পশু চিকিৎসককে এনে পূর্বস্থলী থানা প্রাঙ্গণেই ময়নাতদন্ত করা হয় মৃত ষাড়টিকে।
পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে ষাড়টিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অপরাধে সুখ চাঁদ ঘোষের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক । অভিযুক্তকে ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584