নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃআসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ বিজেপির।
শনিবার রাতে ব্যাপক বোমা মারার ঘটনা ঘটেছে মন্তেশ্বর থানার অন্তর্গত জামনা গ্রাম পঞ্চায়েতের অধীন দেওয়ানিয়া গ্রামে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী সনকা পালকে বিজেপি লোকজনেরা মনোনয়নপত্র প্রত্যাহার করার হুমকি দিয়ে গিয়েছিল শনিবার দুপুর বেলা । মনোনয়নপত্র প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা । বিজেপি প্রার্থী সনকা পাল ওই দুষ্কৃতী দে জানিয়ে দিয়েছিলেন যে সে কোনভাবেই মনোনয়নপত্র প্রত্যাহার করবে না । দিন গড়িয়ে রাত আসতে সনকা পালের বাড়িতে রাত বারোটা নাগাদ ব্যাপক বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বোমার আঘাতে বাড়ির বহু কিছু তছনছ হয়ে গেছে বলে রবিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির প্রার্থী সনকা পাল।
সংগৃহীত ছবি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584