শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
পশ্চিমবঙ্গ সরকারের ‘সুকন্যা’ যোজনার মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে, বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে শুরু হল কলেজ ছাত্রীদের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শিবির ।

জানা গেছে তাইকোন্ডো, মার্শাল আর্ট সমেত একাধিক আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে।
কলেজ সূত্র মারফত খবর, আগামী একমাস ধরে চলবে কলেজের ছাত্রীদের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ।

জেলার মধ্যে সর্বপ্রথম বুনিয়াদপুর কলেজেই পশ্চিমবঙ্গ সরকারের সুকন্যা যোজনার অন্তর্গত আত্মরক্ষা বিষয়ক এই প্রশিক্ষণ শিবির শুরু হওয়ায় খুশি কলেজের ছাত্রী থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ সকলেই।

আরও পড়ুনঃ ১৪৪ ধারার অপব্যবহার, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের
এ দিন বংশিহারী থানার তরফে ছাত্রীদের হাতে মার্শাল আর্ট অনুশীলনের জন্য বিশেষ ধরনের পোশাক তুলে দেওয়া হয়।
এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশিহারী থানার আইসি মনজিত সরকার, জেলা পুলিশ সুপার দেবর্শি দত্ত, কলেজের প্রিন্সিপাল ড: জীতেস চন্দ্র চাকী, ইংরেজি বিভাগের অধ্যাপিকা এবং কলেজের এনসিসি বিভাগের কো-অর্ডিনেটর তনিমা দত্ত-সহ বুনিয়াদপুর কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তারা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584