বর্ধমানে বন্ধ ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর প্রদর্শন

0
73

সুদীপ পাল,বর্ধমানঃ

burdwan closed and accidental Prime Minister shows
প্রদর্শন বন্ধের নোটিশ।নিজস্ব চিত্র

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এই সময়কার একটি বিতর্কিত সিনেমা।ছবির ট্রেলর প্রকাশের দিন থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।বির্তকের সেই রেশ ছুঁয়ে গেল বর্ধমানেও।বর্ধমান লোক সংস্কৃতির মেট্রো প্রেক্ষাগৃহে বন্ধ করে দেওয়া হল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের শো। নোটিশ দিয়ে সিনেমাপ্রেমীদের জানিয়ে দেওয়া হয়েছে এই শো বন্ধের কথা। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়কে ছবিতে তুলে ধরা হয়েছে।বির্তকের শুরু যেভাবে মনমোহন সিংয়ের চরিত্র দেখানো হয়েছে এবং যেভাবে প্রশাসনিক সিদ্ধান্তগুলিকে দেখানো হয়েছে তাতে করে কংগ্রেসকে অপমান করা হচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকার এই ছবিটিকে তাদের প্রচারের হাতিয়ার করছেন বলেও অভিযোগ উঠেছে।কংগ্রেসের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে হলের সামনে বিক্ষোভের জেরে ছবির প্রদর্শন বন্ধ হচ্ছিল। এবার তা হলো বর্ধমানেও।সাধারণত কোন নতুন সিনেমা শুরু হয় শুক্রবার দিন কিন্তু এক্ষেত্রে শনিবার হঠাৎ করেই নোটিশ দিয়ে এই ছবির প্রদর্শনী বন্ধ করে দেয় জেলা পরিষদ।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু অবশ্য আশ্বাস দেন খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে।যদিও শনিবার হঠাৎ করেই নোটিশ দিয়ে বন্ধ করার ফলে বহু সিনেমাপ্রেমী মানুষ হলমুখী হয়েও তাঁদের ফিরে যেতে হয় ছবি না দেখে।

আরও পড়ুন: কেশিয়াড়িতে জনসভার পূর্বে রামকৃষ্ণমঠ পরিদর্শনে পরিবহনমন্ত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here