শ্যামল রায়, বর্ধমানঃ
লোকসানে চলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মিষ্টি হাব সরিয়ে ফেলতে উদ্যোগী হল প্রশাসন। ইতিমধ্যে এনিয়ে বিতর্ক শুরু হয়েছে। বর্তমানে মিষ্টি হাব রয়েছে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে। অভিযোগ, এখানে তৈরি মিষ্টি হাব লোকসানে চলছে। খদ্দের হয়না। তাই দিনের পর দিন খরচ বেড়ে গেলেও ব্যবসায়ীদের সুবিধা কিছু হয়নি। অথচ কয়েক বছর আগে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাধের মিষ্টির হাবটি।
জেলাশাসক বিজয় ভারতী জানিয়ে দিয়েছেন, ‘মিষ্টি হাব যাতে সফলতার সঙ্গে চলতে পারে তার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি কি করা যায়। সরিয়ে নেওয়ার একটা উদ্যোগ নিয়েছি।’ জানা গিয়েছে যে মিষ্টি হাবটি শক্তিগড় নিয়ে যাওয়া হবে। যেহেতু শক্তিগড়ে ল্যাংচা হাব রয়েছে, ফলে অন্য মিষ্টি বিক্রির ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। এর ফলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
আরও পড়ুনঃ শুধুমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
এই মিষ্টি হাবটি সরিয়ে নেওয়ার উদ্যোগ কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল স্তরে বিতর্ক দানা বেঁধেছে বলে খবর। স্থানীয় তৃণমূল নেতা নিশীত মালিক মিষ্টি হাব সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। আক্ষেপের সুরে তিনি জানান, বহু টাকা খরচ করে মিষ্টি হাব তৈরি করা হয়েছে। এখন এই হাব সরিয়ে নিলে এখন সব টাকায় জলে চলে যাবে।
অনেকেই মনে করছেন, মিষ্টি হাব যদি শক্তিগড় এলাকায় যায় তা হলে কিছুটা বিক্রি হতে পারে। তবে আদৌ কি তা হবে, সেটাই এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584