সুদীপ পাল, বর্ধমানঃ

নতুন রেল সেতু উদ্বোধন হল বর্ধমানে। তবে একই সাথে সেতু উদ্বোধন নিয়ে রেল এবং রাজ্যের চাপানউতোর থেকেই গেল। গতকাল দুপুরে মেদিনীপুর থেকে এই সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাথে ছিলেন জেলার মন্ত্রী স্বপন দেবনাথ। উড়ালপুল উদ্বোধনের পরে কিছুটা হাঁটেন তাঁরা। কিন্তু রেলওয়ে বিকাশ লিমিটেড-এর লোহার পাঁচিল দিয়ে বন্ধ করা ছিল সেতু।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী আগেই জানিয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সরকারিভাবে তাঁরা কিছু জানেন না। যদিও রেলের এবং রাজ্যের চাপানউতোর সম্পর্কে সুব্রতবাবু বলেন, আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী সেতুর উদ্বোধন করে দিয়েছেন। রেল কি করবে তা তারা বুঝবে, সেতুর উদ্বোধন হয়ে গেল।
রেলের তরফে দাবি করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর রেলমন্ত্রী পীযূষ গয়াল এই সেতুর উদ্বোধন করবেন। একই সেতুর উদ্বোধন দু’বার কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
জানা যাচ্ছে সেতু থেকে মূলত চারটি সংযোগকারী রাস্তার করা হয়েছে। পুরসভার সামনে পর্যন্ত ২৪১ মিটার, জেলাশাসকের বাংলা পর্যন্ত ১৬৩ মিটার, নবাবহাটের দিকে ১৯৭ মিটার, কাটোয়া রোডের দিকে ১৯৮ মিটার পর্যন্ত। সেতু তৈরি করতে ২৮৭ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ হয়েছে। বেশিরভাগ দিয়েছে রাজ্য সরকার। সেতুর দৈর্ঘ্য ১৮৮.৪ মিটার, দু’পাশে ফুটপাত রয়েছে ১.৫ মিটার। রাজ্যের এই উদ্বোধনী নিয়ে কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আহ্লুয়ালিয়া, জোরজবরদস্তি করে উদ্বোধন করেছে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুনঃ প্রশাসনিক বৈঠকে তৃণমূল কর্মীদের গ্রেফতারের অভিযোগে পুলিশকে ধমক মুখ্যমন্ত্রীর
বাস চালকরা বলছেন, নতুন সেতুতে আরও বেশি বাস ঢুকতে পারবে এবং যানজট হবে না। নতুন সেতু উদ্বোধন হয়েছে কিন্তু গাড়ি যাতায়াত কবে করবে সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584