শ্যামল রায়,বর্ধমানঃ
বর্ধমানে রেলের উড়ালপুলের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু হবে না। এই নিয়ে ক্ষোভ চরমে।
প্রশাসনিক ভাবে জানুয়ারি থেকে উড়ালপুল চালুর কথা জানিয়ে দেওয়া হয়েছিল পূর্বে,কিন্তু সম্প্রতি জানা গিয়েছে যে কাজ পিছিয়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না।
আগে চতুর্মুখী রেলের কাজ শেষ হয়ে ২০১৯ সালের জানুয়ারিতে চালু করার কথা ঘোষিত হয়েছিল উড়ালপুলের।
জানা গিয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন নির্মাণ সংস্থা।
আর ভি এন এল এর সময় চাওয়ায় বিতর্ক দেখা দিয়ে দিয়েছে প্রশাসনিক স্তরে।
সাম্প্রতিক দূর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী সামনেই রাজ্যের মুখ্যসচিব মলয় দে জেলা প্রশাসনের কাছে উড়ালপুল কবে চালু হবে জানতে চান। তারপরেই জানা গিয়েছে যে উড়ালপুল চালু এখনও দেরি আছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত উড়ালপুল চালু করার নির্দেশ দিয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই উড়ালপুলের অনুমোদন হয়েছিল।উড়ালপুলের অ্যাপ্রচ রড দিয়ে জটিলতা সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেই জটিলতা কেটে যায়।
কাটোয়া কালনা দুর্গাপুর ও কলকাতার অভিমুখে চার লেনের এই ঝুলন্ত উড়ালপুলের মূল অংশের কাজ শেষ হয়ে গিয়েছে ২০১৫ সালে কিন্তু জমিজট এর কারনে ঝুলে থাকে কালনা দুর্গাপুর অভিমুখে মূল অংশের কাজ ।এখনও পর্যন্ত তীব্র যানজট হচ্ছে বর্ধমানে এবং দুর্ঘটনা ঘটছে।
শাসকদল চেয়েছিল লোকসভা নির্বাচনের আগেই ঘটা করে ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করে ফেলবেন কিন্তু কাজ পিছিয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের মধ্যেই নানান ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না তাদের মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত এই ঝুলন্ত ব্রিজের উদ্বোধন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584