বর্ধমান স্টেশনের বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু

0
31

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান স্টেশনের বিপজ্জনক হয়ে থাকা ভবনের অংশ ভাঙার কাজ শুরু করল রেল। গত ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথের ভবনের পোর্টিকো, বারান্দা ও ছাদের একাংশ দফায় দফায় ধসে পড়ে।

burdwan railway station collapsed portion rebuild | newsfront.co
নিজস্ব চিত্র

এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় এবং একজন জখম হন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত কুমার পরিদর্শনে এসে জানিয়েছিলেন, তিন সদস্যের কমিটি এই ঘটনার তদন্ত করবে।

আরও পড়ুনঃ জল সঙ্কটে ভুগছে সুন্দরবনের তিন গ্রাম পঞ্চায়েত, প্রশ্নের মুখে প্রশাসন

বর্ধমানে এক কর্মসূচিতে এসে রেলের বিরুদ্ধে তোপ দেখেছিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, রক্ষনাবেক্ষনের গাফিলতির জেরেই ভবনের একাংশ ভেঙে পড়েছে।

ভগ্ন ভবনে অংশ প্রথমে সবুজ এবং হলুদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে সেই অংশে রং করে দেওয়া হয় রেলের তরফে। রেলযাত্রীরা প্রশ্ন করছেন, তদন্ত রিপোর্ট জমা পড়ার আগেই কিভাবে এবং কেন রং করা হল? রেলের আধিকারিকরা বলছেন, ভবনের নকশা ঐতিহ্য বজায় রেখে ভাঙার কাজ শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here