সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান স্টেশনের কাজ চলছে দ্রুতগতিতে। ভবনের ভেঙে পড়া পোর্টিকো, বারান্দা ও ছাদের একাংশ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে রেল দফতর। দিনরাত এক করে এই মাসেই পুরনো চেহারা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে আচমকাই ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশন ভবনের একাংশ। সেই দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছিল। জখম হয়েছিলেন আরও একজন। রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, প্রাচীন এই ভবনের সংস্কারের কাজ, সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা না করার ফলেই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে ফালাকাটায় শুরু নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা
নতুন করে ভবন নির্মাণ হবে নাকি পুরনো ভবনটি ভেঙে ফেলতে হবে সেজন্য বিশেষজ্ঞ কমিটির সাহায্য নিয়েছিল রেল। শেষ পর্যন্ত ভেঙে পড়া অংশের নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ১৮৫৫ সালে সূচনা হয়েছিল বর্ধমান স্টেশনের। ওই বছরই প্রথম হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন এসেছিল। তৎকালীন বর্ধমানের মহারাজ হাতির পিঠে চেপে ট্রেনটিকে স্বাগত জানাতে গিয়েছিলেন।
নির্মাণকারী সংস্থা ম্যানেজার বিষ্ণু রায় বলেন, আগে যেমন ছিল তেমনই করা হচ্ছে, অর্থাৎ পুরনো চেহারাতেই ফেরানো হবে স্টেশনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584