স্থায়ী কোচ না থাকায় বিপাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়

0
59

সুদীপ পাল,বর্ধমানঃ

বিশ্ববিদ্যালয় স্তরে এশীয় পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নামতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।প্রতিযোগিতাতে নামার আগেই যেন ছন্দপতন শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের।আর কয়েকদিন পরেই আগামী ২৮ অক্টোবর চিন রওনা দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল৷অথচ বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের নেই কোনো স্থায়ী কোচ।আর তাতেই বিড়ম্বনায় পড়েছেন দল থেকে বিশ্ববিদ্যালয়ের সবাই।কি হবে এখন সেদিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা।জানা যায়,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠকে ঠিক হয়েছে,প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফুটবল দলকে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড থেকে ৬ লক্ষ টাকা দেওয়া হবে।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের স্থায়ী কোচ নেই!অথচ এই ধরনের উচ্চ মানের প্রতিযোগিতা গুলিতে কোচ থাকা বাধ্যতামূলক।তাই বিশ্বভারতীর কোচ সুদর্শন বিশ্বাসকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷দীর্ঘদিন ধরে এই কোচের পদ ফাঁকা রয়েছে এখন হঠাৎ করে যদি অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে এনে কোচ করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পক্ষে কতটা স্বাস্থ্যকর হবে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

আরও পড়ুনঃ বিধংসী আগুনে পুড়ল বাড়ি,দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here