সেরা একশোয় বর্ধমান বিশ্ববিদ্যালয়

0
83

সুদীপ পাল, বর্ধমানঃ

দেশের সেরা একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঠাঁই পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ‘কিউ এস র‍্যাঙ্কিং’ পদ্ধতিতে হয়েছে এই স্থান নির্ণয়। র‍্যাঙ্কিং বাছাইয়ের মাপকাঠির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হচ্ছে, পঠন-পাঠনের সুনাম, ছাত্র-শিক্ষক গবেষণার সুযোগ, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা, প্রভৃতি।

burdwan university is best university of the country | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিশ্ব মৃত্তিকা দিবসে কৃষকদের প্রশিক্ষণ শিবির

এছাড়া আন্তর্জাতিক পড়ুয়া সংখ্যা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা করার বিষয়গুলোও এই পদ্ধতিতে প্রাধান্য পেয়েছে। তালিকা অনুযায়ী কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তালিকার একেবারে শুরুর দিকে। শেষের দিকে অর্থাৎ ৯১ থেকে ৯৫ এর মধ্যে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

এশিয়ার সাড়ে পাঁচশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্ধমানের স্থান ৪০০-র মধ্যে। দেশের সেরা একশোয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হলেও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নানা পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠেছে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে উপাচার্য ঘেরাও সব কিছুতেই বর্ধমান বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে থাকে।

আরও পড়ুনঃ রাজনগর মহাবিদ্যালয়ে নবীন বরণ-পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যদিও এ বিষয়ে মনে করা হচ্ছে, স্নাতকোত্তর স্তরে ফল বার করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা নেই। তাছাড়া আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষক না থাকতে পিছিয়ে পড়েছে এই বিশ্ববিদ্যালয়। তবে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা মেটানোর পরিকল্পনা করা হয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন বলেন, গোলাপবাগের কাছে আন্তর্জাতিক মানের হোস্টেল তৈরি হচ্ছে। এই হোস্টেল তৈরি হয়ে গেলে বিদেশী পড়ুয়া এবং শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের আরও কাছাকাছি আসার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের এই র‍্যাঙ্কিং-এ খুশি ছাত্রছাত্রীরা। দেশের নিরিখে একশোর মধ্যে স্থান পাওয়া গর্বের ব্যাপার বলে মনে করছে পড়ুয়ারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here