শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন চলায় এবার বন্ধ শতাব্দি প্রাচীন বুড়ি কালি মাতার পূজো।প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ দিনে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে বালুরঘাট শহরের প্রান কেন্দ্রে অবস্থিত প্রাচীন ও জাগ্রত মাতার এই পূজো। আর সেই পূজোকে ঘিরে এই দিন বসে বিশাল মেলা।
এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে নানান পসরা নিয়ে এসে বসেন দোকানিরা। পাশাপাশি আগামী কাল পয়লা বৈশাখের শুভ দিনে এই বুড়ি কালি মাতার পূজো দিতে ভিড় জমান শহরের বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকে।
তবে এখানে আসা ভক্তদের উদ্দেশ্য থাকে একটাই, নতুন বছরটা যেন শুভ হয়।
আরও পড়ুনঃ করোনার সচেতনতায় এবার অঙ্কন শিল্পীরা
কিন্তু এই শতাব্দি প্রাচীন পূজোয় এবার বাঁধ সাধলো করোনা। কেন না গতকাল তথা রবিবার বুড়ি কালি মাতার পূজো কমিটি পক্ষ থেকে মাইক যোগে শহরবাসিকে জানিয়ে দেওয়া হয়। এবার শাস্ত্র মতে শুধু মাত্র নিয়ম রক্ষার্থে সোমবার এবং মঙ্গলবার পয়লা বৈশাখে মায়ের পূজো হবে মাত্র। সেখানে কমিটির গুটি কয়েক লোক ছাড়া আর কারও প্রবেশ নিষেধ।
সুতরাং কেউ যেন মায়ের পূজো দিতে না আসেন।আর পূজো কমিটির এহেন প্রচারের ফলে মাথায় হাত মন্দির সংলগ্ন ভোগের দোকানদারগনের পাশাপাশি, এই দু’দিন ব্যাপী পূজোকে ঘিরে যে মেলা বসে তাতে যোগ দেওয়া দোকানিদের।
বছরে এই দুটি দিনের দিকেই তাকিয়ে থাকে ভোগের দোকানদার থেকে শুরু করে নববর্ষে হালখাতার জন্য গনেশ ও লক্ষ্মির ছোট মুর্তি প্রস্তুতকারক ক্ষুদ্র মৃৎশিল্পীরা।যদিও মেলা বসবে না জেনেও প্রতিবারের মত আজও কিছুটা আশা নিয়েই তাদের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র মৃৎশিল্পীরা।
তবে পুলিশের তাড়া খেয়ে ঘুর পথে এসে কেনা কাটা চালাচ্ছেন অনেকে।তবে তা অন্যবারের চেয়ে সিকি আনাও নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের এই লোকসান কি করে মেটাবেন, সে নিয়েই কুলকিনারা পাচ্ছেন না ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584