বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলায় বিধংসী আগুনে পুড়ে ছাই একটি কার্টন কারখানা। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়রা প্রথমে ওই কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখতে পায়।খবর দেওয়া হয় দমকলকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।যদিও কারখানার ভিতর কাগজের স্তুপ থাকার ফলে মুহূর্তের ছড়িয়ে পড়ে আগুন।গ্রাস করে নেয় সমগ্র কারখানা। অপরদিকে আতঙ্কে এলাকাবাসী ঘর থেকে বেরিয়ে পড়েন।গভীর রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন দমকলের কর্মীরা।প্রায় সাত ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ যে দীর্ঘ বছর থেকে বসতির মধ্যে এইভাবে কারখানা গড়ে উঠেছে। বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। এদিন স্থানীয়রা
কারখানা মালিক উজ্জ্বল বাবুকে ঘিরেও বিক্ষোভ।তবে তিনি দাবি করেন কারখানাটি তার নয়। এদিকে দমকলের শিলিগুড়ি স্টেশনের ডিরেক্টর বিনয় সরকার জানান যে কি ভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আগুনের কবলে ফার্ম,ভস্মীভূত দেড়হাজার মুরগী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584