নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উল্টো দিকে জংশন এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় ১৪টি দোকান।
জানা গিয়েছে যে, এদিন ভোরবেলা অচমাই আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এই দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন আশে পাশে থাকা দোকানগুলিকে গ্রাস করে নেয়।
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। অন্যদিকে পুজোর আগে অগ্নিকান্ডের ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাথায় হাত।
আরও পড়ুনঃ কান থেকে মোবাইল নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ছিনতাইবাজ
প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই শিলিগুড়ির বিধানমার্কেটে বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সাতটি দোকান। এর রেশ কাটতে না কাটতে ফের আগুনের ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584