পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
একটি বাড়িতে শর্ট সার্কিটের জেরে রান্না ঘর থেকে আগুন লেগে তা ছড়িয়ে পরলো বেশ কয়েকটি বাড়িতে।এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার দুপুরে চোপড়া থানার আড়িয়াল গ্রামের ঘটনা।
কেউ দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে আবার কারোর ঘরে রান্না করা হচ্ছে।ঠিক এমনই একটা মুহূর্তে হঠাৎ লেগে গেল আগুন।এরপর বসন্তের দমকা হাওয়ায় তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। সাব্বির আলী, ইসমাইল আলী ও শাহেদ আলী নামে এই তিনটি পরিবারের প্রায় সাতটি ঘর অগ্নিকাণ্ডের ঘটনায় বিধ্বস্ত হলো।
আচমকা এই ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা আগুন নেভাতে উদ্যোগী হন।খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আচমকা আগুন লেগে তা দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা মনে করা হচ্ছে।পুড়ে গেছে অনেকেরই নগদ টাকা থেকে শুরু করে অলংকার এবং প্রয়োজনীয় আসবাবপত্র ও গুদামজাত খাদ্য সামগ্রী।মূলত কৃষির উপর নির্ভরশীল গ্রামের মানুষজনরা সারা বছরের জন্য খাবার মজুদ করে রেখেছিল।তাও কেড়ে নিয়েছে আগুনের লেলিহান শিখা।
আরও পড়ুনঃ এক আগুনে ভস্মীভূত চারটি বাড়ি
এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ মানুষরা পর্যাপ্ত ত্রাণ এর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি তথা প্রশাসনের কাছে।দমকলের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা বর্তমানে জানা না গেলেও এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকার ওপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584