আলো জ্বালাতে গিয়ে আগুনের ফুলকিতে ভস্মীভূত প্রৌঢ় দম্পতির শেষ আশ্রয়

0
66

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Burning fire was burnt in the firecracker
ভস্মীভবন।নিজস্ব চিত্র

বজবজ পূজালীতে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত বৃদ্ধ দম্পতির শেষ সম্বলের টালির বাড়িটি।বৃদ্ধের নাম বংশীধর নস্কর(৬৫) বৃদ্ধা উষা নস্কর (৫০)।ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যার সময় দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ থানার পূজালী পৌরসভার ১ নং ওয়ার্ডের নিউ কলোনির ঘটনা।

Burning fire was burnt in the firecracker
নিজস্ব চিত্র

উষা দেবী কাজের জন্য বাইরে গিয়েছিলেন।ইলেকট্রিক চলে যাওয়ার কারণে সন্ধ্যার সময় দেশলাই দিয়ে মোমবাতি জ্বালাচ্ছিল বংশীধর নস্কর,তিনি চোখে তেমন দেখতে পান না,দেশলাইয়ের বারুদের ফুলকি থেকে আগুন ধরে গিয়েই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: হঠাৎ আগুনে ভস্মীভূত বাসগৃহ,নাতনিকে বাঁচাতে গিয়ে নিহত ঠাকুমা

Burning fire was burnt in the firecracker
দমকল কর্মী।নিজস্ব চিত্র

আগুন নেভানোর জন্য জল খুঁজতে থাকে হাতের কাছে থাকা জলের ড্রাম ভেবে কেরসিনের তেলের ড্রাম ঢেলে দেওয়ায় তা বিধ্বংসী রূপ নেয়।আগুনের লেলিহান শিখা প্রখর হতে বাইরে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচিতে করতে থাকে।

Burning fire was burnt in the firecracker
ভরত মন্ডল,প্রতিবেশী।নিজস্ব চিত্র

এলাকার মানুষ জন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি দমকলকে এবং বজবজ থানায় খবর দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এবং থানা থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

Burning fire was burnt in the firecracker
নিজস্ব চিত্র

ঘণ্টা দেড়েকের চেষ্টাই আগুন নিয়ন্ত্রণ আসে। বৃদ্ধ বৃদ্ধার শেষ সম্বল টালির বাড়িটি আগুনের লেলিহান শিখার গ্রাসে ভূস্মীভূত। বৃদ্ধ বৃদ্ধার আশ্রয় হয়েছে গাছ তলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here