নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে বাগানের ৪৬ নম্বর সেকশনে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে যান। এরপর নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান এবং খবর দেন চা বাগান কতৃপক্ষকে।
এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চা বাগান কতৃপক্ষ। এরপর বাগান কতৃপক্ষ খবর দেন ৪৬ নং ব্যাটিলিয়ানে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ৪৬ নং ব্যাটিলিয়ানের ৫৯ বিগ্রেডিয়ারের জওয়ানরা। এরপর তারা আগুন নেভাতে শুরু করে। অপরদিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা সেনশনটাকে। এরপর জওয়ান ও স্থানীয়দের তৎপরতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।
এই বিষয়ে সিনিয়ার ম্যানেজার সুরেশ সিং বলেন যে বাগানের পিছন দিকটা অনেক জঙ্গল রয়েছে। এমনকি পাশেই একটি পিকনিক স্পট আছে হয়তো সেখানে কেউ ধূমপান করে ফেলেছে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৪ হেক্টর চা বাগান পুড়ে ছাই হয়ে যায়। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ মুচিবেড়া জঙ্গলে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য
মঙ্গলবার গোটা এলাকা দেখে তার পরেই বলা যাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে আছে। অপরদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584