মনিরুল হক, কোচবিহারঃ
নেনদা নদীর পাড়ে শ্মশান ঘাটের উদ্বোধন করলেন বিধায়ক হিতেন বর্মণ। সোমবার মাথাভাঙা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চেনাকাটা বাজার সংলগ্ন নেনদা নদীর পারে শ্মশান ঘাটের উদ্বোধন করা হয়।

এদিন ওই শ্মশানঘাটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল হক, পঞ্চায়েত সদস্য দিনোবন্ধু বর্মন, তৃণমূল নেতা প্রীতিশ সরকার, রঞ্জিত অধিকারী প্রমুখ।

আরও পড়ুনঃ বাড়িতে পুত্র সন্তান না থাকায় শিশু চুরি, স্বীকারোক্তি ধৃত মহিলার
এদিন এবিষয়ে বিধায়ক হিতেন বর্মণ বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ জনের দাবি ছিল। সেই দাবি মেনে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে শবদেহ সৎকারের জন্য এই শ্মশানঘাটে যাত্রী প্রতীক্ষালয় উদ্বোধন করা হলো। এই শ্মশানঘাটে তৈরি হওয়ার ফলে চেনাকাটা, বিজি কোঠা, নোলঙ্গী বাড়ি প্রভৃতি এলাকার শবদেহ সৎকারের সুবিধা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584