সুদীপ পাল,বর্ধমানঃ
কৃষি দফতরের ক্রমাগত নির্দেশের পরেও ফসল কেটে গাছের বাকি অংশ জমিতে পোড়ানো হচ্ছে।এর ফলে পরিবেশ দূষণ বাড়ছে। কৃষি দফতরের আধিকারিকদের সেই পরামর্শের তোয়াক্কা না করেই ধান কাটার পরে গাছের বাকি অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।কেন পুড়িয়ে ফেলা হয় এই প্রশ্নের উত্তরে চাষীরা বলেন,জমি উর্বর হয়। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষি দফতর আধিকারিক বলেন,চাষিদের এই ধারণা ভ্রান্ত। লাভ তো হয় না উল্টে পরিবেশ থেকে শুরু করে ঐ জমির ক্ষতি।তিনি বলেন,মাটিতে থাকা চাষের জন্য উপকারি পোকামাকড়,জীবাণু মরে যায়, তাতে ক্ষতি হয়।কমতে থাকে জমির উর্বরতা। তাছাড়া ব্যাপক পরিবেশ দূষণ হয়।
গলসির বাসিন্দা রাম হেমরম বলেন, ধান উঠে যাবার পরেই তাড়াতাড়ি রবিশস্য চাষ শুরু করার জন্যই অনেকে জমিতে থাকা ধানের নাড়া অংশ পুড়িয়ে ফেলেন। আউসগ্রাম ২ অমরারগড়ের বাসিন্দা কার্তিক সাহা বলেন,”নিয়মিত নজরদারি চালাতে থাকলে নাড়া পোড়া বন্ধ হবে।না হলে দিল্লীর মত দূষণীয় হবে গ্রাম বাংলাও।যদিও কৃষি আধিকারিকরা বলেন,সবার আগে চাষিদের সচেতনতা প্রয়োজন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584