বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার রাতে শিলিগুড়ির সুকান্ত পল্লির একটি বাড়ি বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে যে রবিবার রাতে আচমকাই আগুন লাগে যায়।এরপর আগুনের ধোঁয়া দেখে আশেপাশে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।অপরদিক খবর দেওয়া হয় দমকলকে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।কিন্তু আগুন নেভাতে এসে বাধে বিপত্তি।দমকলের ইঞ্জিনের পাম্প কাজ না করায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারে না দমকম কর্মীরা।
অপরদিকে দ্বিতীয় ইঞ্জিন আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে ভস্মিভূত হয়ে যায় পুরো বাড়িটি।এরপর দমকলের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।এরপর এই ঘটনার খবর পৌঁছায় এনজেপি থানায় এবং গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে স্থানীয়দের অভিযোগ যদি কোন কারনে আগুন এলাকায় ছড়িয়ে পড়লে বহু ক্ষয়ক্ষতি হত বলে আশঙ্কা করছেন।যদি দমকলের সঠিক সময়ে এলেও কোন কাজে না আসে তাহলে কি করবে সাধারণ মানুষ।যদিও দমকল কর্মীরা স্বীকার করে নিয়েছেন যে তাদের ইঞ্জিন সঠিক সময়ে কাজ করেনি।
আরও পড়ুনঃ নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584