লালগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ছয়

0
173

কার্ত্তিক গুহ, ঝাড়গ্রাম:- লালগড়ে ঝিটকার জঙ্গলের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস ৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে চার পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷

দুর্ঘটনাগ্ৰস্ত বাস

পুলিশ সূত্রে জানা গিয়েছে শালবনীর বয়লা গ্রাম থেকে অভিনন্দন নামে একটি বাস প্রায় করে প্রায় ১০০ জন লোক নিয়ে সিজুয়া পিড়াকাটা হয়ে লালগড় দিয়ে বেলপাহাড়ি যাচ্ছিল । সেই সময় ঝিটকার জঙ্গল এর কাছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ঘটনাস্থলেই ৬ জন মারা যায় । ঘটনাস্থলে উপস্থিত হয় লালগড় থানার পুলিশ এবং পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ।

হাসপাতালে

প্রথমে স্থানীয় বাসিন্দারাই ঘটনাস্থলে ছুটে যান ৷ তারাই প্রাথমিকভাবে শুরু করেন উদ্ধারকাজ ৷ এরপর স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় ৷ এরপরই জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here