শ্যামল রায়,বর্ধমানঃ
রবিবার সকাল সাতটা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে বাস উল্টে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন কুড়ি জন।এর মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। অধিকাংশ আহত যাত্রীদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এবং সঙ্কটজনক অবস্থায় যারা রয়েছেন তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন ২ নম্বর জাতীয় সড়কের কাছে টিএনটি গেটের কাছে দ্রুত গতিতে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।যাত্রী বোঝাই বাসটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনাটি ঘটে।দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবুও এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় চরম দুর্ভোগে যাত্রীরা পড়েন।যাত্রীবোঝাই বাসটি কলকাতা দিকে যাচ্ছিল।
আরও পড়ুনঃ লক্ষ্ণৌ সেনা ক্যাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত নন্দীগ্রামের বাসিন্দা সেনা জওয়ান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584