নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রিন জোন থাকায় শুক্রবার থেকে জেলার চারটি রুটে বাস চালানো শুরু হয়েছে। কিন্তু শনিবার সকালেই পরিস্থিতি বদলে যায়। গ্রিন জোনের সীমা পেরিয়ে রায়গঞ্জ মহকুমায় তিনজনের করোনা ধরা পড়ে।
এরপর সরকারি বাস চালানো হবে কি না, তা নিয়ে রাজ্য পরিবহন দফতরের নির্দেশের অপেক্ষায় রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো।
ডিপোর তৃণমূল নেতা কৌশিক দে বলেছেন, এখনও বাস চালানো বন্ধ করা নিয়ে সরকারি নির্দেশিকা আসেনি। রাজ্য সরকার যে নির্দেশ দেবে, আমরা সেটাই পালন করবো। অন্যদিকে শুক্রবার সরকারি বাস চললেও যাত্রী সংখ্যা ছিল হাতেগোনা।
আরও পড়ুনঃ সুস্থ আছি, টুইটে জানালেন অমিত
রায়গঞ্জ ফতেপুর, ইটাহারের চেকপোষ্ট,রায়গঞ্জ বিন্দোল এবং রায়গঞ্জ ডালখোলা এই চারটি রুটে সরকারি পরিষেবা চালু হয়েছে। বাস চালক এবং কনডাক্টরদের রেইন কোর্ট,মাস্ক,টুপি এবং স্যানিটাইজার -ডিপো থেকে সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, এদিন বিকালে প্রশাসনের পক্ষ থেকে মাইক নিয়ে শহরে গুজব না ছড়ানোর আবেদন করা হয়েছে। গুজব ছড়ানো হলে শাস্তির কথাও শহরবাসীকে মনে করিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584