সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাস

0
118

নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ

হুগলি জেলার আরামবাগ থানার হরিনখোলা বিরাটি মোড় এ আজ সকালে একটি বাস রাস্তার ধারে থাকা একটি বড় গাছে ধাক্কা মারে । স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে একটি তারকেশ্বর গড়েরঘাট রুটের বাস প্রচন্ড গতিতে যাওয়ার সময় সামনে একটি সাইকেল চলে আসে । ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে ।২৩ জন পুরুষ , ৭ জন মহিলা ও দুজন শিশু জখম এই দুর্ঘটনায় যখম হয় ।

নিজস্ব চিত্র

তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক । সবথেকে বেশি জখম হয়েছেন বাসচালক । তাকে বর্ধমানের রেফার করা হয়েছে।
বাসের সামনের গেটের হেল্পার সেখ সাইফ হোসেন ও গুরুতর ভাবে আহত ।
শেষ খবর পাওয়া গেছে বাসের দুই যাত্রী স্বপন কুন্ডু ও মৃন্ময় চ্যাটার্জিকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে আরামবাগ হাসপাতাল থেকে । বাকিরা আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here