শ্যামল রায়,বর্ধমানঃ
বুধবার ভোরে বর্ধমান শহরের সুকান্ত পল্লীর কাছে দুই নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার আহত হয়েছেন ত্রিশজন।
আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে যে বাসটি উত্তরপ্রদেশের কুশীনগর থেকে কলকাতার কালীঘাটে আসছিল।কলকাতার কালীঘাটে যাওয়ার সময় এদিন ভোরে যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিকে।আহতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে।
জানা গিয়েছে যে যাত্রীবোঝাই বাসে যাত্রীসংখ্যা ছিল প্রায় একশোকুড়ি জন।
এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সকাল বেলায় ব্যাপক যানজট তৈরি হয় সাময়িকভাবে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাসটি যাত্রী বোঝাই করে উত্তরপ্রদেশের কুশীনগর থেকে আসছিল।৩ আগস্ট কুশীনগর থেকে বাসটি ছাড়া হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584