নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
একদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন বাসমালিকদের যেন সমস্ত বাস চালু থাকে এবং প্রতিটি বাস মালিকদের ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও তিনি জানাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ এক অন্য চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলায়। সকাল থেকে বাস ধর্মঘটে নেমেছেন বাস মালিকেরা।
তাদের কথা যে লকডাউন শিথিল হয়ে গেলেও সেইভাবে আয় হচ্ছে না বাস চালিয়ে। যেখানে দিনে ৭০০ বাস চলে, জেলার বিভিন্ন রুটে, আন্তঃজেলা এবং অন্যান্য জেলায় যায়।
সেই জায়গায় প্রথমে সাড়ে চারশো বাস নামালেও অন্যদিকে যেভাবে পেট্রপণ্যের দাম বাড়ছে সেই জায়গায় বাস চালানো সম্ভব হচ্ছে না। লাভের অংক তারা দেখতে পাচ্ছেন না। আর তাই তারা বাস চলাচল বন্ধ করেছেন।
আরও পড়ুনঃ বুধবার রাস্তায় না নামলে সরকার চালক দিয়ে চালাবে বেসরকারি বাস, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
এ বিষয়ে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জানালেন মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিকতার সাথে বাস মালিকদের ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাস মালিকেরা এইভাবে তা বন্ধ করতে পারেন না।
এমনিতেই মুখ্যমন্ত্রী বলেছেন বুধবারের মধ্যে অবিলম্বে সব চালু করতে হবে যাতে সাধারণ মানুষের কোন রকম সমস্যা না হয়। কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ, বাস বন্ধ হওয়ার কারণে যাতায়াতে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হচ্ছে আমজনতার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584