শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন শিথিল হলেও সরকারের ওপর চাপসৃষ্টির পথ থেকে সরছেন না বাসমালিকরা।
ভাড়া না বাড়লে রাস্তায় বাস নামিয়ে লাভের মুখ দেখা সম্ভব নয়। সেই কারণেই আপাতত বাস পরিষেবা চালু না করার সিদ্ধান্ত নিল বেসরকারি বাস মালিকদের একাংশ। রবিবার বাসমালিকদের দুটি সংগঠন পর পর বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানায়।
করোনা মোকাবিলায় রাজ্যের তরফে প্রথমে বলা হয়েছিল বাসে ২০ জনের বেশি যাত্রী একসঙ্গে তোলা যাবে না। যাত্রীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
কনডাক্টরের হাতে থাকতে হবে গ্লাভসও। পরে অবশ্য নবান্ন জানায়, অন্যান্য বিধিনিষেধ বহাল থাকলেও বাসের আসন সংখ্যা যতজন, ততজন যাত্রীকেই তোলা যাবে। দাঁড়িয়ে কোনও যাত্রী যেতে পারবেন না। সেই ঘোষণার পর এদিন বৈঠকে বসে একাধিক বেসরকারি বাস সংগঠনের মালিকরা। সেখানেই সিদ্ধান্ত হয় আপাতত বাস চালানো সম্ভব হয়।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে পরীক্ষামূলক ভাবে ৮ জোড়া যাত্রী স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল
মালিকরা জানান, যতগুলি সিট, ততজন যাত্রী নিয়ে কোনওভাবেই লাভ হবে না। কারণ তাঁরা দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের থেকে ভাড়া নিয়েই মোট লাভের অংশ হিসেব করেন। তার ভিত্তিতেই বেতন হয় অন্যান্য গণপরিবহণের শ্রমিকদের।
সরকার হয় ভাড়া বাড়াক, নয়তো কোনও একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করুক। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী ২ জুন ডেপুটেশন জমা দেওয়ার কথা বাস সংগঠনগুলির। তারপরেই রাস্তায় বাস নামানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584