নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ফের চালু হতে চলেছে বাস, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালু হওয়ায় যেমন খুশি নেত্রজ্যোতি থেকে শুরু করে আমজনতা তেমনি সংশয় দেখা দিয়েছে কান্দি নেতাজি বাস টার্মিনার্সের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে।
বাস মালিক ও শ্রমিক নেতাদের দাবি, অটো টোটোর দৌরাত্ম্য বাড়তে থাকায় এবং কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতু বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে সাহায্যের দাবিও জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা।
কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার বাস মালিক ও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানিয়েছেন সব রকম সহযোগিতা করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে জাল সিম কার্ড তৈরির অভিযোগে ধৃত এক
এ প্রসঙ্গে কান্দি নেতাজি বাস টার্মিনার্সের মালিক সিন্ডিকেটের সভাপতি প্রণব কুমার দত্ত ও কান্দি থানা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক শের আলী শেখ জানিয়েছেন, বেআইনি অটো টোটোর দৌরাত্ম্যে এমনিতেই বাস মালিক ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হয়। তারপরে ৫০ শতাংশ যাত্রী তারা পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুনঃ ফারাক্কায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
অন্যদিকে কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম সেতুবন্ধ থাকার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাস মালিক ও শ্রমিকরা। এই বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন হিসেবে বাস চালু হওয়াতে খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584