উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
করোনা আবহে টানা লকডাউন থাকার জেরে লোকসান হয়েছে বাসমালিকদের । এখন বাস রাস্তায় নামলেও যাত্রী হচ্ছেনা বলে দাবি করছে তারা। এই পরিস্থিতিতে ন্যূনতম ১৪ টাকা বাসভাড়ার দাবিতে সরব তাঁরা। ভাড়া না বাড়ালে গঙ্গাসাগর মেলার পর আন্দোলনের হুমকি দিল বাসমালিকরা ।
এজন্য আগামী চার জানুয়ারিতে পরিবহন সচিবের কাছে ডেপুটেশন দিয়ে জানাবে বাসে সর্বনিম্ন ভাড়া ১৪ টাকা করতে হবে।বুধবার ৬টি বাস সংগঠন নিজেদের মধ্যে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ ছটি সংগঠন বৈঠকে ছিল।
আরও পড়ুনঃ বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ে যদি এক লক্ষ কেসও খেতে হয় খাবঃ মদন মিত্র
বৈঠকে ঠিক হয় সর্বনিম্ন বাসভাড়া ১৪ টাকা দাবি করা হয়েছে। তাদের দাবি, তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বাস রাস্তায় নামানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। জানানো হয়েছে আগামী ৪ জানুয়ারি ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পরিবহণ সচিবের কাছে ডেপুটেশন জমা দেবেন। তাতে কাজ না হলে গঙ্গাসাগর মেলার পর তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে তাঁরা বাস বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে।
করোনা পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে অনেকেরই জীবিকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বারবার বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে। তবে সেই দাবি মানেনি রাজ্য সরকার। কারণ, ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের উপর আর্থিক চাপের বোঝা আরও বাড়াতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ মতুয়া মানভঞ্জনে জানুয়ারিতে অমিতের সভা বনগাঁয়
বাস মালিকদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বারবার। তবে সরকার ভাড়া না বাড়ালেও বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে যাত্রীদের তরফে। অনেক সময় টিকিট না দিয়ে টাকা হাতানোর অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে ফের বাসভাড়া বাড়ানোর দাবিতে সরব বাসমালিক সংগঠনের সদস্যরা। দাবিপূরণ না হলে সমস্যা যে আরও গুরুতর হবে তা তাদের ইঙ্গিতেই স্পষ্ট। তবে এবার রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ করা হয় সেদিকেই তাকিয়ে সকলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584