হুঁশিয়ারিতে কিছুটা সুর নরম করে রাস্তায় বাস নামলেও ফের স্মারকলিপি পেশ মালিকদের

0
33

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কিছুটা হলেও সুর নরম করে এবার রাস্তায় আরও বেশ কিছু বাস মালিকেরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় বাড়ল বেসরকারি বাস-মিনিবাসের সংখ্যা। খুব সামান্য হলেও দৃশ্যত বাসের সংখ্যা বাড়ায় কিছুটা স্বস্তি হয়তো ফিরেছে আমজনতার। কিন্তু সুর নরম করলেও তারা যে তাদের দাবিতে অনড় রয়েছেন, তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার দুপুরেই।

Bus service | newsfront.co
প্রতীকী চিত্র

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ভাড়া বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে গাড়ি তুলে নিয়েছিলেন বাসমালিকদের একাংশ। কলকাতায় হাতে গোনা বেসরকারি বাস চলছিল। তার জেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল যাত্রীদেরও। মুখ্যমন্ত্রীর অধিগ্রহণের হুঁশিয়ারির পর বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৪ হাজার বেসরকারি বাস পথে নামল। এদিন উল্টোডাঙা থেকে ইএম বাইপাস, পাটুলি থেকে বিমানবন্দর, সর্বত্রই বাসের সংখ্যা ছিল বেশি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ৪৫ নম্বর রুটের বাসও চলতে দেখা গিয়েছে। পুরনো ভাড়াতেই বহু রুটে বাস এ দিন ফের চালু হয়েছে।

আরও পড়ুনঃ প্রোটোকল না মানায় করোনা পরীক্ষার অনুমতি প্রত্যাহার সুরক্ষা ল্যাবের

এমনকি, বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় দেখা মিলেছে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ এবং রাজাবাজার থেকে হাওড়াগামী ট্রামেরও। তার মধ্যে রাজাবাজার থেকে হাওড়াগামী ট্রামে এ দিনই চালু হয়েছে। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এ দিন শহরে প্রায় ১৮০০ সরকারি এবং ৩৮০০ বেসরকারি বাস চলছে।

আরও পড়ুনঃ ফি কমানোর দাবিতে পার্কসার্কাসে একযোগে ২২ টি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ

এদিকে বৃহস্পতিবার দুপুরেই রাজ্য সরকারের কাছে ফের একদফা দাবি দাওয়া পেশ করলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সহ বাস মালিকদের একাধিক সংগঠন। নিজেদের মধ্যে বৈঠক করে দুপুর আড়াইটে নাগাদ পরিবহণ দফতরে গিয়ে একাধিক দাবি-সহ স্মারকলিপি জমা দিয়ে এসেছেন বাস মালিকেরা। সেখানে ৬-৭ দফা দাবি পেশ করা হয়েছে। যার মধ্যে অন্যতম ভাড়াবৃদ্ধি, বাসের জ্বালানি থেকে রাজ্যের সেস মকুব, ইএমআই মকুব ও বিমার টাকা মকুব, পুলিশের দেওয়া কেস মকুবের দাবি।

বাস মালিকদের সংগঠনের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি। তবে আমরা আমাদের দাবি থেকে সরছি না।’ হলে ভাড়া বৃদ্ধির বিষয়টি আপাতত ধামাচাপা পড়লেও যে কোনও দিন স্ফুলিঙ্গয়ের মত মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমনটাই আশঙ্কা সাধারণ মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here