বাস ভাড়া বাড়ানোর দাবিতে অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন বাসমালিক সংগঠনের

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

করোনা সংক্রমণের পর বাসভাড়া বৃদ্ধি নিয়ে বাস সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে সরকার পক্ষের। কিন্তু কিছুতেই বাসভাড়া বৃদ্ধির অনুমতি দেয়নি পরিবহণ দফতর।

bus service | newsfront.co
ফাইল চিত্র

তা সত্ত্বেও প্রতিদিন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতেও আনলক ১ পর্যায়ে বেসরকারি বাস পরিষেবা সচল রেখেছে বাস মালিক সমিতির বিভিন্ন সংগঠনগুলি। একেই যাত্রী নেই অপরদিকে মূল্যবৃদ্ধি। ফলে বুধবার বাস ভাড়া বাড়ানোর দাবি নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দফতরে, অতিরিক্ত জেলা শাসকের (সাধারণের) কাছে একটি স্মারকলিপি জমা দেন বাসমালিকদের সংগঠন।

করোনা পরিস্থিতিতে বেসরকারি বাসের যাত্রী সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। যতগুলি আসন তত সংখ্যক যাত্রী নিয়েই চালানো যাবে বাস। দাঁড়িয়ে যাওয়ার অনুমতি নেই। এর জেরে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বাসগুলিতে। তারফলে লোকসান গুনতে হচ্ছে বাসমালিকদের।

আরও পড়ুনঃ থানার সামনে বিক্ষোভে শামিল সাংসদ

তাদের দাবি, অবিলম্বে বাস ভাড়া বাড়াতে হবে। নইলে বেসরকারি বাস পরিষেবা বন্ধের কথা ভাবতে হবে তাদের। এ দিন স্মারকলিপি জমা দিতে এসে উত্তর চব্বিশ পরগনা বাস মালিক সমিতির সম্পাদক আলোক বিশ্বাস বলেন, “সরকারের নির্দেশ মোতাবেক এই পরিষেবা চালু থাকলেও বেশিদিন তা স্থায়ীভাবে চালানো সম্ভব হচ্ছে না।

অবিলম্বে এদিকে সরকারের দৃষ্টি দেওয়া দরকার, পাশাপাশি ভাড়া বাড়িয়ে বেসরকারি বাস পরিষেবার সাথে যুক্ত শ্রমিক ও মালিকদের পাশে দাঁড়ানো উচিত।” পাশাপাশি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন ব্যানার্জী জানান, একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবার জন্য অনুরোধ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here