ন্যূনতম ১০ টাকা ভাড়ার দাবিতে ফের বাসমালিকদের প্রস্তাবিত ভাড়ার তালিকা পরিবহণ দফতরে

0
84

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পর পর বর্ধিত ভাড়ার দাবি জানিয়েও তা পরিবহণ দফতর না মানায় বেঁকে বসেছিলেন রাজ্যের সমস্ত বেসরকারি বাস সংগঠন। রাস্তায় সরকারি বাস নামলেও বেসরকারি বাস না নামাতে অনড় ছিলেন তারা সকলেই। তবে পরিবহণ দফতরের তরফে রেগুলেটরি কমিটি ঠিক করে দেওয়ার পর তারা আরও অতিরিক্ত ২০০০ বাস রাস্তায় ছাড়েন। কিন্তু বর্ধিত ভাড়ার দাবিতে তারা যে অনড় আছেন, তা জানান দিতে মঙ্গলবার ফের বেসরকারি বাসে নতুন ভাড়ার প্রস্তাব দিলেন বাস সংগঠনের মালিকরা।

Bus | newsfront.co
প্রতীকী চিত্র

তাঁদের দাবি অনুযায়ী, বাসের নতুন ভাড়া হবে ১০, ১৩, ১৬, ১৯, ২২ ও ২৫ টাকা। মিনিবাসের নতুন ভাড়া ১০, ১৩, ১৬,২০,২৩ ও ২৬ টাকা। সরকারের কাছে ইতিমধ্যেই এই বর্ধিত ভাড়ার তালিকা পাঠিয়েছে রেগুলেটরি কমিটি। আগামী শুক্রবারের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা হবে। প্রস্তাবিত ভাড়ার তালিকায় সরকার সম্মতি জানালে সে ক্ষেত্রে নতুন টিকিট এবং নতুন চার্ট ছাপানোর জন্য শনি ও রবিবার সময় পাবেন বাস মালিকরা। অতএব সোমবার অর্থাৎ ১৫ জুন থেকে বাসে উঠলেই নতুন ভাড়া দিতে হবে যাত্রীদের।

আরও পড়ুনঃ টলিপাড়ায় শুটিং শুরু ঘিরে জটিলতা

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, ১০০০ থেকে ১২০০ সরকারি গাড়ি চালানো হচ্ছে বৃহত্তর কলকাতায়। বেসরকারি বাস-মিনিবাস চলছে প্রায় দেড় হাজার। সব মিলিয়ে তিন হাজারের বেশি বাস চলছে না। কিন্তু লকডাউনের আগে শহরেই শুধু মাত্র সরকারি-বেসরকারি বাস এবং মিনিবাস চলত ৮ হাজারের কাছাকাছি। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বাস-মিনিবাস চালাতে গিয়ে প্রতি দিন এবং বছরে কী কী খরচ, রেগুলেটারি কমিটিতে সে বিষয়ে সবিস্তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আশা করছি ওনারা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here