কবির হোসেন, মুর্শিদাবাদঃ
ঝাড়খণ্ডে অতি বৃষ্টির ফলে বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় ময়ূরাক্ষী নদীর জল ইতিমধ্যেই মাত্রা ছাড়িয়েছে।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আঙারপুর ব্রিজ সংলগ্ন এলাকার ময়ূরাক্ষী নদীর জলে কান্দি-সালার রাজ্য সড়ক কার্যত জলের তলায়। সকাল থেকেই সড়কপথে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার।
এবার সালার-কান্দি রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেল আজ থেকে। এছাড়া ভয়ংকর রূপ ধারণ করেছে অজয় নদীও। অজয় নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে নদীর জল।
নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা জমির ফসল। মাথায় হাত চাষিদের। প্রশাসনের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সমস্যা সমাধানের কোনও রকম আশ্বাস মেলেনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584