শ্যামল রায়,নদীয়াঃ
চৈতন্য ভূমি নবদ্বীপ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যানবাহনের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে নবদ্বীপ শহরে একটি অত্যাধুনিক বাসস্ট্যান্ড তৈরির কাজ চলছে দ্রুত গতিতে।সাড়ে চার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই বাস স্ট্যান্ডের কাজ প্রায় শেষের মুখে।নবদ্বীপ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রুটে কয়েকশো বাস যাতায়াত করে থাকে। বাস স্ট্যান্ড সূত্রে খবর যে তিনশতাধিক বাস নবদ্বীপ বাসস্ট্যান্ড থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে।
উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার মালদহ বালুরঘাটের সঙ্গে একাধিক বাস যাতায়াত করে থাকে।
এছাড়াও নবদ্বীপ থেকে আরামবাগ বারাসাত আসানসোল রায়গঞ্জ দুর্গাপুর বেনাচিতি তারাপীঠ বোলপুর করিমপুর বর্ধমান প্রভৃতি জেলার বিভিন্ন প্রান্তের সাথে বাসের যোগাযোগ রয়েছে। নবদ্বীপে দরকার ছিল একটি অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড।
জানা গিয়েছে যে এই বাসস্ট্যান্ডে থাকবে বিশাল শপিংমল কমপ্লেক্স গেস্ট হাউস এবং দোকান।
বাসে যাত্রী সাধারণ উঠবার জন্য থাকবে শেডের ব্যবস্থা। থাকবে প্রতীক্ষালয় সহ পর্যাপ্ত শৌচাগার সহ বাথরুমে ব্যবস্থা।নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে একটি অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড গড়ে তোলার কাজ শুরু হয়েছে আশা করব দ্রুত কাজ শেষ হবে এবং যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই বাসস্ট্যান্ডে থাকবে একাধিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মূল কেন্দ্র।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহণ দফতরের সহযোগিতায় এই অত্যাধুনিক বাসস্ট্যান্ডে গড়ে তোলার কাজ চলছে।
এখন শুধু সময়ের অপেক্ষা।উল্লেখ্য যে,বাম আমলে নবদ্বীপে বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে পুরো বাসস্ট্যান্ড ভেঙে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করে তৃণমূলের সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584