পনেরো বছরেও তৈরি হয়নি বাসস্ট্যান্ড, যানজটে নাজেহাল ফালাকাটা

0
156

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দীর্ঘ ১৫ বছর কেটে গেলেও বাস টার্মিনাস তৈরি হয়নি ফালাকাটায়। পরের দিকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলেই অনেকের অভিযোগ।

তাই সরকারি বা বেসরকারি কোনো বাস টার্মিনাস না থাকার ফলে ফালাকাটা শহরে যানজট সমস্যা দিন দিন বেড়েই চলেছে। যার জন্য নাজেহাল হতে হয় সাধারণ পথ চলতি মানুষদের।

bus stand isn't built around 15 years in falakata | newsfront.co
রাস্তাতেই দাঁড়িয়ে বাস। নিজস্ব চিত্র

ফালাকাটার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফালাকাটায় বর্তমানে বাস টার্মিনাস এর খুবই দরকার যেটা অনেক আজও হয়ে ওঠেনি। প্রায় বছর পনেরো হয়ে যাওয়ার পরেও বাস টার্মিনাল তৈরি না হওয়ার কারণে প্রশাসন ও শাসক দলের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, ফালাকাটায় বাস টার্মিনাস করতে না পারাটা বর্তমান শাসকদলের চরম ব্যর্থতা। অভিযোগ উড়িয়ে শাসকদলের জন প্রতিনিধিদের পালটা বক্তব্য, এই বাস টার্মিনাসের জন্য তাদের পক্ষ থেকে সবরকমের চেষ্টা চলছে। উপযুক্ত জমি না পাওয়ায় বাস টার্মিনাস গড়ে তুলতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়ি ঢুকে গৃহশিক্ষককে নিগ্রহ, অভিযোগের আঙুল অভিভাবকদের দিকে

ফালাকাটা বর্তমানে ডুয়ার্সের কোন শহরের তুলনায় পিছিয়ে নেই, শুধুমাত্র এখনো তৈরি হয়নি একটি বাস টার্মিনাস। ব্যস্ততম এই ফালাকাটা শহরের রাজপথ ধরে প্রতিদিন কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, কুমারগ্রাম, বারবিশা, জোড়াই, শামুকতলা, জয়গাঁ, মাদারিহাট, বীরপাড়া, মাথাভাঙ্গা, ঘোকসাডাঙ্গা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।

তাছাড়াও গ্রামগঞ্জ থেকে আসে অনেক ছোট গাড়ি সহ বড় গাড়িও। তাছাড়া যাতাযাত করে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস গুলিও।ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এর একটু পাশেই রয়েছে এসটিসি বাস টার্মিনাস,তবুও সরকারি বাস গুলি দাঁড়িয়ে থাকে এশিয়ান হাইওয়ের ওপরই যার জন্য যানজট লেগেই থাকে বাস স্ট্যান্ড এলাকায়।

আরও পড়ুনঃ মসজিদেই বিয়ে হিন্দু যুগলের, সম্প্রীতির অনন্য নজির কেরলে

এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন বলেন,”আগের সরকারের আমলেই এই বাস টার্মিনাস নিযে আইনি জটিলতা তৈরি হয়। সেই জট এখনও রয়ে গেছে হচ্ছে। ফালাকাটায় বাস টার্মিনাস তৈরি হোক, সেটা আমরাও চাই। কিন্তু বিকল্প জমি নেই। তবু সব রকমের চেষ্টা চলছে।

তবে রাজনৈতিক মহল বলছে, ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী সম্প্রতি প্রয়াত হয়েছেন। সামনেই উপনির্বাচন। তাই বাস টার্মিনাস নিয়ে শাসকদলকে চাপে রাখতে চাইছে বিরোধী দলগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here