শ্যামল রায়, কাটোয়াঃ
বুধবার কাটোয়া বর্ধমান বাস রুটে বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকে কোনো বাস চলাচল করেনি ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস-আদালতের সকল যাত্রীকেই চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সকলকেই অন্য যানবাহনে যাতায়াত করতে হয়েছে, তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য।
অভিযোগ যে, মঙ্গলবার বর্ধমান শহরে কাটোয়া বর্ধমান বাস রুটের এক বাস কর্মীকে মারধর করার অভিযোগে এই বাস বনধের ডাক দিয়েছিল বাস মালিক সমিতি। বাস মালিক সমিতির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে দ্রুত ওই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে।
জানা গিয়েছে যে কাটোয়া থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডের সাথে বিভিন্ন রুটে বাস যাতায়াত করে থাকে। এখান থেকে দুই শতাধিক বাস রুটের বাস যাতায়াত করে থাকে। কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বরাকর কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, নবদ্বীপ, কালনা প্রভৃতি স্থানে বাস যাতায়াত করে থাকে। বাস বন্ধ থাকার কারণে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের।
কাটোয়া বাস মালিক সমিতির সম্পাদক নাড়ুগোপাল দাস জানিয়েছেন যে আমরা বুঝতে পারছি যাত্রীদের সমস্যা হচ্ছে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা আইনবিরুদ্ধ কাজ কখনোই বরদাস্ত করা যায় না। আমরা চাই সুষ্ঠুভাবে বাস চলাচল করুক এবং যাত্রীরা তাদের পরিষেবা পাক। আশা করব দ্রুত সমস্যা মিটে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584