সুদীপ পাল,বর্ধমানঃ
অবশেষে মিলেছে ছাড়পত্র। দুর্গাপুরে ইন্টার স্টেট বাস টার্মিনাস তৈরির জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষকে (এডিডিএ) দায়িত্ব দেওয়া হল।এর জন্য ব্যায় হবে প্রায় ১৫০ কোটিরও বেশি টাকা।এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ৮.১৪ একর জমির উপর প্রায় ১৫০ কোটির বেশি টাকা খরচ করে আধুনিকমানের বাস টার্মিনাসটি তৈরি হবে।
পুরো জমি আমাদের সংস্থার।ডিপিএলের সাত নম্বর গেটের সামনে বাস টার্মিনাসটি তৈরি হবে।প্রসঙ্গত, দুর্গাপুরে সিটি সেন্টার এবং স্টেশন থেকে পৃথকভাবে বাস ছাড়ে। বাঁকুড়া, পুরুলিয়া, কোলকাতা বিভিন্ন এলাকার বাস দুর্গাপুর থেকে ছাড়ে। কিন্তু দুর্গাপুরের মতো জনপ্রিয় জায়গায় বাসস্ট্যান্ডের অবস্থা তথৈবচ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সভামঞ্চ দেখেই মেদিনীপুরের সভার ছাড়পত্র রাজ্যপূর্ত দফতরের
যাত্রী পরিষেবা নিয়ে উঠেছে প্রশ্নও। সাধারণ সুযোগ সুবিধাটুকুও অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তবে এবার সে সমস্যাগুলি মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। বাসস্ট্যান্ডে রাজ্য পরিবহণ সংস্থার বাস, ভলবো, মিনি সহ সমস্ত ধরনের বাস দাঁড়াতে পারবে।
টিকিট কাউন্টারও এখানেই তৈরি করা হবে। জাতীয় সড়কের কাছেই এই বাস টার্মিনাসটি তৈরি হবে। তার ফলে এখানে যাত্রীদের আসতেও সুবিধা হবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন রুটের বাস এখান থেকে পাওয়া যাবে বলে জানান দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584