সুদীপ পাল,বর্ধমানঃ
বাস কর্মীদের মারধরের অভিযোগ উঠলো দুর্গাপুরের বাঁশকোপার টোলপ্লাজার কর্মীদের বিরুদ্ধে।অভিযোগ,টোলপ্লাজা কর্মীদের দুর্ব্যবহার ক্রমশই বাড়ছে।বাসকর্মীদের মারধরের প্রতিবাদে বাসকর্মীরা বেনাচিতি–কৃষ্ণনগর রুটের সমস্ত বাস চলাচল বন্ধ করে দেয়। জানা যায়, গতকাল টোলপ্লাজায় যানজট ছিল তাই বেনাচিতি-কৃষ্ণনগর রুটের বাসটি ভি আই পি পাসিং দিয়ে পার হতে চেষ্টা করে। তখনই টোলপ্লাজার কর্মীরা বাস কর্মীদের গালিগালাজ করতে থাকে।বাসের খালাসি মনিরুল সেখের সাথে হাতাহাতিও হয়।
বাসের কন্ডাক্টর বিষয়টি মিটিয়ে বাস নিয়ে যাওয়ার সময় ‘দেখে নেব’ বলে হুমকিও দেওয়া হয়। আজ সকালে বাস টোলপ্লাজা পার হওয়ার সময় টোলকর্মীরা বাসের কর্মীদের মারধর করে।ঝামেলা থামাতে গিয়ে আহত হন কয়েকজন বাস যাত্রীও।খালাসি এবং বাসের কন্ডাক্টর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।কাঁকসা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তবে বিষয়টি নিয়ে টোল প্লাজার ম্যানেজার মুখে কুলুপ এঁটেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584