টোল নির্ধারণের দাবিতে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ কর্মীদের

0
41

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

ফের একবার বাসের নির্ধারিত টোলট্যাক্সের দাবিতে এদিন শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া টোলগেটে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন বাস মালিক ও বাসের কর্মীরা। এই বিষয়ে বাস কর্মীরা জানিয়েছেন যে “টোলট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে একটা আলোচনা হয়েছিল।

road | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এই করোনা মহামারীর জন্য আমাদের গাড়ি তেমন চলছে না। এমনকি রাস্তায় যাত্রী উঠছে না এবং নিজেদেরই পেট চলছেনা আর মালিককেই বা কি দেব? তারপরেও গত শনিবার আমাদের বলা হয় যে আজকে থেকে টোল দিতে হবে।

police | newsfront.co
পুলিশের উপস্থিতি। নিজস্ব চিত্র

কিন্তু আমরা টোল দেব না। কারণ এখন আমাদের টোলে ৮৫ টাকা করে নেওয়া হচ্ছে এবং ছোট টাটা ম্যাজিক -এর কাছ থেকে মাসে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। আর এমনি প্রত্যেকদিন গেলে ২৫ টাকা করে নিচ্ছে।

আরও পড়ুনঃ নকশালবাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, চাঞ্চল্য

আমরা যখন বলতে গিয়েছিলাম তখন টোল কর্তৃপক্ষ আমাদের সাথে বসার কথা বলেছিল। কিন্তু তারা এখন আমাদের কোন গুরুত্বই দিচ্ছেনা। তাই আমরা চাই টোল ট্যাক্স কর্তৃপক্ষ আমাদের সাথে বসে বাসের জন্য একটা টোল নির্ধারণ করুক।”

আরও পড়ুনঃ মদ্যপায়ীদের হাতে আক্রান্ত প্রতিবাদী

এই সমস্যার সুরাহা না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলে জানান। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ির থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর বাসগুলো রওনা দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here