নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট চালু করল রেল। মূলত আয় বাড়ানো ও স্থানীয় এলাকার ব্যবসা, শিল্পের প্রসারের জন্য এই ইউনিট খোলা হয়েছে বলে জানিয়েছেন রেলের কর্তারা। স্থানীয় এলাকায় উৎপাদিত কৃষিজ পণ্য ও যাতে বাইরের বাজারে বিক্রি হতে পারে সেই জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।
ব্যবসাদার, শিল্পপতিদের সুবিধের জন্য এই ইউনিটে এক জানলা পদ্ধতি বা সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এই ইউনিটের কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে রেল আধিকারিক ডি সি কলিতা ও অমরমোহন ঠাকুরকে। ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কেউ এদের সঙ্গে যোগাযোগ করলেই সমস্তরকম তথ্য পেয়ে যাবেন।
উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রমেশ কুমার মাহাতো বলেন, ” পণ্য পরিবহনে রেলের আয় দ্বিগুন করার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে এই বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট খোলা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আবহে মাথাভাঙা বিডিও অফিসে বার্ষিক অডিট,ক্ষুব্ধ প্রতিনিধিরা
সিঙ্গল উইন্ডো সিস্টেম হওয়ায় ব্যবসায়ী, শিল্পপতিদের কোন অসুবিধে হবে না। স্থানীয় এলাকার কৃষি, শিল্প ও ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় ভারতীয় রেল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584