ভাস্কর ঘোষ,মুর্শিদাবাদ:নগর থেকে কুলি যাওয়ার ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দ্রুত মেরামতির দাবিতে বৃহস্পতিবার সকালে ফরাক্কা – হলদিয়া বাদসাহী সড়কের খড়গ্রাম থানার নগর বাজারের কাছে রাস্তা অবরোধ করে স্থানীয় ব্যাবসায়িরা। খবর পেয়ে খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলাম, পূর্তদপ্তরের এক আধিকারিক ও খড়গ্রাম থানার ওসি সুব্রত ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। বেশকিছুক্ষন অবরোধ চলার পরে পূর্তদপ্তরের আধকারিক রাস্তায় নয়মিত জল স্প্রে করা ও দ্রুত রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিলে ব্যাবসায়িরা তাঁদের অবরোধ তুলে নেন। ব্যাবসায়িদের অভিযোগ, নগর বাজার এলাকায় রাস্তা খুবই খারাপ। অত্যধিক গাড়ি চলাচলের জন্য সেখানে খুব ধুলো হয়। এতে ব্যাবসায়িদের দোকানপাট খুলতে অসুধা হয়। বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েও কোন কাজের কাজ হয়নি।তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন।
খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলাম বলেন, মগরের লোকজন এবং স্থানীয় ব্যাবসায়িরা খুবু অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের দাবি রাস্তার উপরে অন্ততপক্ষে জল স্প্রে করতে হবে। পূর্তদপ্তরের আধিকারিক প্রতিদিন জল স্প্রে করার এবং রাস্তাটির দ্রুত মেরামতির ব্যাসস্থা করার প্রতিশ্রুতি দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584