পিয়ালী দাস, বীরভূমঃ
চিত্র পরিচালিকাকে মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানা শ্রীনিকেতন এলাকায়।
আক্রান্ত মহিলা বোলপুর থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগ ১ বছর আগে বোলপুরে ব্যবসায়ী প্রেমানন্দ মন্ডলের সঙ্গে পরিচয় হয়।
মহিলা নিজেও হস্ত শিল্পের সঙ্গে যুক্ত, পাঁচটি দামী শাড়ি ব্যবসায়ী প্রেমানন্দ মন্ডলের কাছে রেখে যান শাড়ি গুলোতে অত্যাধুনিক বুটিকের ডিজাইন করার জন্য। নির্দিষ্ট সময়ে শাড়িগুলো ফেরত না পাওয়ার জন্য মহিলার তরফে ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হলে অভিযুক্ত ব্যক্তি কোন মতেই যোগাযোগ করছিলেন না।
চিত্র পরিচালিকা শ্রমণা সাহা অভিযোগ করেন ফোন করলে ব্যবসায়ী স্ত্রী ফোন ধরছেন এবং বলতেন প্রেমানন্দ মন্ডল বাড়িতে নেই দীর্ঘ এক বছর ধরে এই সমস্যা চলার পরে গত দুদিন আগে আমি এবং আমার মা বোলপুরে এসেছিলাম সোমবার আচমকাই প্রেমানন্দ মন্ডলকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হই।
আরও পড়ুনঃ রেষ্টুরেন্টের আড়ালে দেহ ব্যবসা, শিলিগুড়িতে গ্রেফতার ১০
সেখানে তার কর্মচারীরা উপস্থিত ছিল তাদেরকেই বলি উনাকে ডেকে দেওয়ার জন্য একটু পরে প্রেমানন্দ মন্ডল নেমে আসে এবং শাড়ি গুলো ফেরত চাইতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে হঠাৎই ওনার স্ত্রী আমার বাঁ-গালে ঘুসি মারে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি এরপর উনার স্ত্রী আবার আমাকে মারতে উদ্ধত হয়। এবার আমি নিজেকে রক্ষা করতে সমর্থ হয়।
এই বচসা চলতে চলতে হঠাৎ দেখি চারজন লোক এবং দুজন মহিলা আমাকে এবং আমার মাকে রীতিমতো মারতে শুরু করে আমাদের হাত থেকে আমাদের মোবাইল গুলো কেড়ে নেয়। ওদের উদ্দেশ্য ছিল আমাদেরকে একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখবে।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান জেলা প্রশাসনের
সেই সময় আত্মরক্ষার্থে প্রচণ্ড চিৎকার চেচামেচি করলে মোবাইল গুলো ফেরত দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর বোলপুরে মহিলা থানায় প্রেমানন্দ মণ্ডলের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ জানাই।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে যদিও অভিযুক্ত প্রেমানন্দ মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তার বিরুদ্ধে ওই মহিলা মিথ্যে অভিযোগ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584