মনিরুল হক, কোচবিহারঃ
ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ২০ হাজারেরও বেশী টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। আজ তুফানগঞ্জ থানার চিলাখানা এলাকার ওই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ ওই ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
তুফানগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত হওয়া ওই ব্যবসায়ীর নাম সুকমল দাস। সে চিলাখানা এলাকার বাসিন্দা। সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগে ঋণ দেওয়ার কথা জানতে পারেন সুকমল বাবু।
আরও পড়ুনঃ ৩৪ নং জাতীয় সড়কে পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, আহত কর্মীরা
ওই বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। ওই বিজ্ঞাপন দাতাদের নির্দেশ মত আবেদন করে দফায় দফায় ২০ হাজার ৭০০ টাকা দেন। এরপর থেকেই ওই বিজ্ঞাপন দাতা সংস্থাটি হাওয়া হয়ে যায় বলে অভিযোগ।
এভাবে টাকা খুইয়ে রীতিমত ভেঙে পড়েন ওই ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বিষয়টি পুলিশে জানিয়েছেন, তাঁর ছোট ব্যবসাটি একটু স্বচ্ছল করার জন্য ঋণ নিতে চেয়েছিলেন। কিন্তু ঋণ তো পেলেনই না। উল্টে নিজের সামান্য যা টাকা ছিল সেটাও ওই প্রতারকদের দিয়ে সুকমল বাবু কার্যত পথে বসেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584