হরষিত সিংহ,মালদা:ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারকে মুক্তিপণ হিসেবে ১৪ লক্ষ টাকা দাবি অপহরণকারীদের।মুক্তিপণ দিতে না পারায় শ্বাসরোধ করে খুনের অভিযোগ।অপহরণকারীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাস্থল মালদা।ঘটনায় অপহরণকারী দলের এক সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।বাকিদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।অপহরণকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছে মৃত ব্যবসায়ীর পরিবার।
পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে,মৃতার নাম রামচন্দ্র মন্ডল(৩২)।পেশায় একজন গাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত।আদিবাড়ি মালদার ইংরেজবাজার থানার মালঞ্চপল্লী এলাকায়।তবে স্ত্রী মঞ্জু মন্ডল ও শিশু কন্যাকে নিয়ে পুরাতন মালদার বাচমারী এলাকায় ভাড়া থাকতেন।পরিবারের অভিযোগ, গত ৬ তারিখ ব্যবসার সূত্রে মালদা শহরের রথবাড়ি এলাকায় আসেন রামচরণ।সেখান থেকেই বেশ কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়।সন্ধ্যায় ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন আসে।সেই ফোনে বলা হয় যে তার স্বামী রামচন্দ্র মন্ডলকে অপহরণ করা হয়েছে।তাকে ছাড়াতে হলে ১৪ লক্ষ টাকা নিয়ে মানিকচকে আসতে হবে।৬ তারিখ রাতেই ব্যবসায়ীর স্ত্রী মঞ্জু মন্ডল ঘটনার বিবৃতি জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ।পুলিশের তরফে মানিকচক থানার পুলিশ ঘটনা জানানো হয়।মানিকচক থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে মথুরাপুর অঞ্চলের রায়পাড়া এলাকার শচীন মন্ডল নামক এক ব্যক্তির বাড়ি থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ।দেহের গলায় দাগ রয়েছে সাথে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।পরিবারের অনুমান মুক্তির টাকা দিতে না পারায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে রামচন্দ্র মন্ডলকে। মানিকচক থানার পুলিশ সূত্রে জানাগেছে, রাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় শচীন মন্ডল(২৫) নামক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।অপহরণ করে শচীন মন্ডলের বাড়িতে রাখা চেয়েছিলো ওই ব্যক্তিকে।বাকিদের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584