ভবঘুরেদের পাসে ব্যবসায়ী সংগঠন

0
160

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউনের ফলে বন্ধ প্রায় দোকানপাট। বন্ধ কলকারখানা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান। রাস্তা প্রায় জনমানবহীন। যেটুকু সঞ্চিত অর্থ ছিল হাতে তা দিয়ে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত মধ্যবিত্তরা রসদ জোগাড় করে নিয়েছে।

feeding people | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এর মাঝে ভাঁড়ারে টান পড়লে তা কতটা পরিমাণ পাওয়া যাবে বাজারে তা এখনই বলা সম্ভব নয়।আর এই পরিস্থিতিতে সবথেকে সমস্যায় পড়েছেন দিন আন্তে দিনখাওয়া মানুষগুলো। ভবঘুরে ও পথবাসীদের অবস্থা এখন থেকেই সংকটজনক। যাই হোক চেয়ে পরে খাবার মতন অবস্থাটা ও নেই তাদের।

আরও পড়ুনঃ ডোমকলের ইমাম সংগঠনের সচেতনতা বার্তা, মাস্ক বিতরণ

people eating road

নিজস্ব চিত্র

দোকান বন্ধ, রাস্তায় লোক নেই। চাইবে কাকে ! সেই ভবঘুরে ও পথবাসীদের সাহায্যার্থে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার সহৃদয় ব্যক্তিরা তথা বেলদার ব্যবসায়ী সংগঠন বেলদা ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন সংক্ষেপে বি.এফ. টিও। এই লকডাউন চলাকালীন বৃহস্পতিবার বেলদা স্টেশনের আশেপাশে থাকা এই ভবঘুরে ও পথবাসীদের বসে খাবার ব্যবস্থা করল তারা। গত বুধবার রাত্রি থেকে বেলদা ও তার পার্শ্ববর্তী ঠাকুরচক ও খাকুরদা থেকে মোট ২০ থেকে ২৫ জন পথবাসীকে চানাচুর মুড়ি ,বিস্কিট ও রুটি দেন তারা।

আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত তাদের দুবেলা করে খাওয়ার ব্যবস্থা করবে বেলদার এই ব্যবসায়ী সংগঠন, বলে জানালেন সংগঠনের সম্পাদক নূর হোসেন খান। তাদের এই উদ্যোগের কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দেন বেলদার পুলিশ-প্রশাসনও।বিএফটিও দের দেওয়া খাবারগুলি ভবঘুরেদের কাছে পৌঁছে দিতে একটি বোলেরো গাড়ি এই কটা দিনের জন্য দিয়েছেন বেলদার পুলিশ-প্রশাসন ও সঙ্গে কয়েকজন সিভিককেও।বৃহস্পতিবার বেলদা স্টেশনে খেতে দেয়ার সময় বেলদার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে হাত মেলান পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here