ঘুঘুমারিতে বোমাবাজির প্রতিবাদে ব্যবসা ধর্মঘট

0
49

মনিরুল হক, কোচবিহারঃ

তৃণমূল-বিজেপির মধ্যে গণ্ডগোলের জেরে বোমাবাজির ঘটনা ঘটায় ২৪ ঘণ্টার ধর্মঘট করে আন্দোলনে নামল কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি বাজার ব্যবসায়ীরা।

ghughumari trader association | newsfront.co
নিজস্ব চিত্র

আজ সকাল থেকেই ঘুঘুমারি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। বেলা ১০ টা নাগাদ বাজার এলাকায় মিছিল করে অবরোধ শুরু করে। ওই অবরোধের জেরে মাথাভাঙা ও দিনহাটা রোডে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। প্রখর রৌদ্র ও গরমের জেরে দীর্ঘ সময় পর্যন্ত রাস্তার উপড়ে দাঁড়িয়ে থেকে নাকাল হতে হয় যাত্রীদের।

গতকাল ঘুঘুমারি বাজারে জনসংযোগ যাত্রা কর্মসূচী পালন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপক জমায়েত করে মিছিল করে। ওই সময় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ব্যাপক বোমাবাজি হয়।

ওই বোমাবাজির জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলে। গতকালের ওই ঘটনার জেরে দোকানপাট বন্ধ হয়ে যায়।
আতঙ্কিত হয়ে পরেন ব্যবসায়ীরা।

তার প্রতিবাদেই এদিনের ওই ব্যবসা বন্ধ ও পথ অবরোধ বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিধায়ককে ছাড়াই দিদিকে বলো কর্মসূচির প্রচার ফলতায়

ব্যবসায়ীদের পক্ষে দীপক দে অভিযোগ করে বলেন, “গতকাল একটি রাজনৈতিক দলের কর্মসূচী ছিল। সেখানে দুষ্কৃতিরা ঢুকে গিয়ে বোমাবাজি করে। দোকানপাট লুট করা হয়। এর প্রতিবাদে এদিন ব্যবসা বনধ ও অবরোধ আন্দোলন করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী জানিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here