মালদহে সড়ক পথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালুর দাবি ব্যবসায়ীদের

0
70

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে মালদহের আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র মহদিপুর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশে রপ্তানি।

businessman claim to start business with bangladesh | newsfront.co
নিজস্ব চিত্র

তবে রেলপথে বাংলাদেশে গিয়েছে ৪২ ওয়াগন ভর্তি পেঁয়াজ। পাশাপাশি স্থলপথেও রপ্তানি বাণিজ্য চালু করার দাবি নিয়ে ফের সরব হয়েছেন মালদহের রপ্তানিকারকরা। মহদিপুর দিয়ে রপ্তানি বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা করে ক্ষতি হচ্ছে বলে দাবি রপ্তানিকারকদের।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে বন্ধ সূর্যপুর হাট

এই আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রায় ৫০ হাজার মানুষ এই আর্থিক ক্ষতির ফল ভুগছেন বলেও দাবি তাদের।

লকডাউন শুরু হওয়ায় স্থলপথে রপ্তানি বাণিজ্য ২৪শে মার্চ থেকে বন্ধ হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বাণিজ্য চালুর আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই স্থল বাণিজ্য এখনও বন্ধই রয়েছে। জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, রপ্তানিকারকদের চিঠি পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here