ফের শুরু বিশ্বভারতীর পৌষমেলার মাঠ ঘেরার কাজ, বিক্ষোভ ব্যবসায়ী সমিতির

0
54

পিয়ালী দাস, বীরভূমঃ

রবীন্দ্র ভাবনায় মঙ্গলবার সকাল থেকে বোলপুরের জনবহুল এলাকা বকুলতলা মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শুরু করে বোলপুর ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গায়ের জোরে মেলার মাঠে প্রাচীর তোলার বিরুদ্ধে। সোমবার থেকে ফের শুরু হয়েছে বিশ্বভারতীর পৌষমেলার মাঠ ঘেরার কাজ। বিক্ষোভ সামাল দিতে এদিন জলকামান তৈরি রেখেছিল প্রশাসন।

community protest | newsfront.co
নিজস্ব চিত্র

তবে তা ব্যবহার করতে হয়নি। সূত্রের খবর, বিক্ষোভ বাড়লে এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুব্রত ভকত জানিয়েছেন, আগামীকাল হাইকোর্টে তাদের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেলার মাঠকে উন্মুক্ত রাখতে যতটা লড়াই করার ব্যবসায়ী সমিতি ঠিক ততটাই লড়াই করবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গ জুড়ে ধিক্কার কর্মসূচি চালানোর হুমকি বিজেপি যুব মোর্চার

আশ্রমিকদের দাবি, বর্তমানে যে পরিস্থিতি দিয়ে বিশ্বভারতী চলেছ তাতে বিশ্বভারতীর মান সম্মান ক্ষুন্ন হচ্ছে। ওদিকে এদিন আদালতে পাঁচিল তোলার ওপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। উলটে বিচারপতিরা জানিয়েছেন, পৌষ মেলা মাঠে পাঁচিল তুলতে দরকারে বুলেটের মুখোমুখি হতে তৈরি আমরা। গায়ের জোরে এভাবে আদালতের রায় কার্যকর করতে বাধা মানা যায় না।

তবে পৌষ মেলা বন্ধে গ্রিন ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছে তা পুনর্বিবেচনা হতে পারে বলে জানিয়েছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, বিশ্বভারতীর একটা ঐতিহ্য রয়েছে। তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এদিন আদালত গঠিত ৪ সদস্যের কমিটি থেকে অব্যহতি চেয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ কোচবিহার জেলা বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগদান যুব মোর্চার রাজ্য নেতার

এই ঘটনায় মূল মামলার শুনানি আগামিকাল। সেই মামলায় আদালত কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ। বিষয়টি নিয়ে মুখ খুলেছে পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি পরিস্কার জানিয়েছেন জাতীয় পরিবেশ আদালত বিশ্বভারতীর প্রাচীর সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছে তার অপব্যাখ্যা এবং অপব্যবহার করে উপাচার্য তাড়াহুড়ো করে প্রাচীর দিয়ে ঘিরে ফেলতে চাইছেন সম্পূর্ণ মাঠ।

আগামীকাল ছাত্র-ছাত্রীদের তরফে ডাকা হয়েছিল একটি জমায়েত মেলার মাঠে। কিন্তু বেশ কিছুক্ষণ আগে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনিবার্য কারণবশত আগামীকালের জমায়েত এবং বিক্ষোভ মিছিল বন্ধ রাখা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here